
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগস্ট থেকে ডিসেম্বর এই চার মাস এই কর্মসূচি চলবে, আবার দু মাস বিরতি দিয়ে পরবর্তী দু মাস চাল দেওয়া হবে। কৃষক তাঁর ন্যায্যমূল্য পেয়েছে, ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা করে চালের দাম দেওয়া হয়েছে যা কৃষকের উৎপাদিত পণ্যের সর্বকালের সেরা দাম পেয়েছে। রেকর্ড পরিমাণ ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মওজুদ আছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন। ৪ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য চ্যানেল ওপেন করা আছে বলেও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর