
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। গত রবিবার (১০ আগস্ট) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ এই প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তুহিনের গলা, ঘাড়, পিঠ, বুক ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে মোট ৯টি গুরুতর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এর আগে শনিবার (৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তুহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন জানান, তুহিনের শরীরে যে আঘাতগুলো পাওয়া যায়, তা আকারে ছোট-বড় হলেও প্রত্যেকটি ছিল গভীর, গুরুতর এবং প্রায় সমান ধরনের।
উল্লেখ্য, নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও ধারণের সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান জানান, হত্যার ঘটনায় জড়িত আরমান নামের একজন আসামি বাইরে আছে। আশা করি, খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে, যাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীরা সর্বোচ্চ শাস্তি পায়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর