গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তুহিনের স্ত্রী, সন্তান ও স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা করব।”
তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক, চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা, গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি, মহানগর প্রতিনিধি শরিফ ওমর টুটুল এবং বিশেষ প্রতিনিধি আখতার হোসেন।
উল্লেখ্য, গত সপ্তাহে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এই ঘটনায় প্রধান আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম নিহত তুহিনের সন্তানদের পাশে দাঁড়ান এবং অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের এই সহায়তা পরিবারটির প্রতি প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর