বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়ায় মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মো. ছগির হাওলাদার ওরফে ছাগির (৪১)-কে গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই দিবাগত রাতে ৭-৮ জন ডাকাত মাটি খুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করে গৃহবধূ মনিকা বেগম (৪০), তার শ্বশুর-শাশুড়ি ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল নিয়ে যায় তারা।
তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছগির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার রেকর্ড রয়েছে। এর মধ্যে কয়েকটিতে চার্জশিট গঠন হয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী। তাকে ছাড়া দিলে আবারও রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর