
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হলের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
অভিযোগ উঠেছে, ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার নাম অন্তর্ভুক্ত করে তাকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় কিছু শিক্ষার্থী বিক্ষোভ করে জুলিয়াসের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন জুলিয়াস সিজার তালুকদার। ওই বছর স্বতন্ত্র জিএস প্রার্থী ফরিদ হাসানকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ভিপি নুরুল হক নুরের মিছিলে বাধা ও হেনস্তা করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
অভিযোগ প্রসঙ্গে জুলিয়াস বলেন, ২০১৭ সালের পর থেকে ছাত্রলীগে আমার কোনো পদ নেই। গত পাঁচ বছরে ছাত্রলীগের বিরুদ্ধে যতটা সরাসরি আন্দোলন করেছি, আমার জানা মতে অন্য কেউ ততটা করেনি। আমার ফেসবুক টাইমলাইন দেখলেই তা প্রমাণ পাওয়া যাবে।
এসএম হলের রিটার্নিং কর্মকর্তা জাওয়াদ ইবনে ফরিদ সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে।
চিফ রিটার্নিং অফিসার ও প্রক্টরের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার অবগতির জানানো যাচ্ছে যে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় ডাকসু ভোটার তালিকা থেকে ওই শিক্ষার্থীর নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
এ বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন বলেন, অভিযোগগুলো প্রমাণিত হলে নির্বাচন কমিশনারদের সভার মাধ্যমে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর