
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে শ্যামনগর উপজেলা যুবদল। বুধবার (১৩ আগস্ট) বিকেল চারটায় মোটরসাইকেল বহর নিয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী হারুন গাজীর বাড়িতে যান শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক। এ সময় যুবদল নেতার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আর্থিক সহযোগিতা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও বেলাল হোসেন, শ্যামনগর মহসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু সাঈদ, শ্যামনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন কামাল মিশু, সদস্য মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাংবাদিক মোশারফ হোসেন সহ শ্যামনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় যুবদল নেতা শেখ নাজমুল হক বলেন, "বিএনপি কর্মীর বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাসনের কাছে এই নেক্কারজনক ঘটনার বিচার দাবি করি।"
উল্লেখ্য, ৬ আগস্ট শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামের প্রতিবন্ধী ইসমাইল গাজীর ছেলে হারুন গাজী বিএনপি'র সদস্য হওয়ায় স্থানীয় জামায়াতের ইউপি চেয়ারম্যানের ছেলের সহযোগিতায় তার বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করা হয়। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীর কাছে সঠিক বিচার পাওয়ার দাবি জানালে স্থানীয় নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর