
শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলার কাকরকান্দি অগ্রণী ব্যাংক পিএলসি শাখা। তাদের উদ্যোগে উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৩ই আগস্ট বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব চারা বিতরণ করা হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
নালিতাবাড়ী প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, "বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ। ব্যাংক কর্তৃপক্ষকে এজন্য সাধুবাদ জানাই।"
অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিন বলেন, "এখন বর্ষাকাল চলছে। এটাই গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। সেই চিন্তা থেকেই ব্যাংকের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করেছি।"
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর