
রামগঞ্জ পৌরসভা বিএনপির এবং ৯নং ওয়ার্ডের সদস্যপদ প্রত্যাশী মোঃ জহিরুল ইসলামের সদস্য ফরম বাতিল করেছে স্থানীয় বিএনপি।
জানা গেছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা কালে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-
১. ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যখন হাজার হাজার মানুষ রাজপথে জীবন বিসর্জন রেখেছিলেন, ঠিক তখন জহিরুল ইসলাম শেখ হাসিনার সমর্থক হিসেবে চীন সফর করেন। এ কারণে তাকে অতীত স্বৈরাচার সরকারের দোসর ও সহযোগী হিসেবে তর্কাতিক ভাবে প্রমাণ করে।
২. পদ্মা সেতু উদ্বোধনের দিন তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এবং বিএনপিকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
৩. সম্প্রতি প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, জহিরুল ইসলাম বিভিন্ন জাতীয় পত্রিকায় অর্থ ব্যায়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের বন্দনায় নিয়মিত বিজ্ঞাপন প্রকাশ করেছেন। এই রাজনৈতিক অবস্থান বিএনপির আদর্শ ও চেতনার সম্পূর্ণ বিপরীত এবং তাকে বিএনপির দোসর হিসেবে প্রমাণ করে।
৪. জুলাই বিপ্লবের শহীদদের রক্তে লেখা ইতিহাসকে তিনি তাছিল্য করেন এবং আন্দোলনরত তরুণদের উপহাস করে বক্তব্য প্রদান করেন, এটি বিএনপি নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভ এবং বেদনার সৃষ্টি করে।
৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবিতে তাকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিতর্কিত মন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ঘনিষ্ঠভাবে দেখা। তাতে প্রমাণিত হয় বিগত সরকারের আমলে তিনি স্বৈরাচারের দোসর ছিলেন। যা দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
৬. উপরোক্ত, তার রাজনৈতিক জীবনে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালনের প্রমাণপত্র বা স্বীকৃতি ইতিহাস নেই, যা তার সদস্যপদ প্রাপ্তির যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
এই প্রেক্ষিতে- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা অনুসারে- যে কেউ ফ্যাসিবাদী শক্তির সাথে যুক্ত, শেখ হাসিনা বা আওয়ামী চেতনার প্রচার কিংবা আন্দোলন বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তাদেরকে বিএনপির কোন পর্যায়ে অন্তর্ভুক্ত করা যাবে না।
উপরোক্ত তথ্য যাচাই করে সদস্য ফর্ম নম্বর: ১২০২ বাতিল ঘোষণা করা হলো এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর