
বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘বিজবক্স’-এর আয়োজনে বিজনেস ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এলিট কনভেনশন সেন্টারে বুধবার সকাল ১১ টায় উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, ট্রেজারার অধ্যাপক এএইচএম ফারুক, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী, এডমিন ও স্টুডেন্ট এফেয়ারর্স ডিরেক্টর আফরোজা হেলেন, এডমিশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জাহিদ হাসান এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক নাজিয়া আক্তার রাশমি। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবির, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম ও চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী। দিনব্যাপী আয়োজনে ছিল নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট অ্যাফেয়ার্স প্রধান অবসরপ্রাপ্ত মেজর এ কে এম হাবিবুল হকের সঙ্গে বিশেষ ক্যারিয়ার সেশন, যেখানে শিক্ষার্থীদের নতুন যাত্রাকে আরও সুদৃঢ় করতে নানা দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করা হয়।
এছাড়াও আয়োজনকে প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সংগীত পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থী রাজনের মনোমুগ্ধকর কনসার্ট।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’-এর পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর