
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
আবু বাকের মজুমদার অভিযোগ করেন, হল থেকে দূরে ভোটকেন্দ্র হওয়ায় অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। তাঁর দাবি, যারা নারী নেতৃত্ব চায় না, তারাই প্রশাসনের সঙ্গে যোগসাজশে এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের ভোটকেন্দ্র টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এবং রোকেয়া হল ও শামসুজ্জামান হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন।
আবু বাকের মজুমদার মনে করেন, টিএসসির মতো ছোট জায়গায় ১৪ হাজারের বেশি ভোট নেওয়া সম্ভব নয়। সেখানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট নেওয়া যেতে পারে। এটি ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করে নারী শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করার একটি ষড়যন্ত্র। এ সময় তিনি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আরেক নেতা আব্দুল কাদের ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীন দলগুলো সব সময় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে চায়। তারা দুটি প্রধান কৌশল ব্যবহার করে: প্রথমত, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলো হলে কৃত্রিম আসন সংকট তৈরি করে শিক্ষার্থীদের চাপে রাখে। দ্বিতীয়ত, হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায়ই ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য দেখিয়ে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে।
আব্দুল কাদের আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে এবং আর্থিক সংকটে থাকে। এই পরিস্থিতিতে পরিকল্পিতভাবে আসন সংকট তৈরি করে ছাত্রসংগঠন ও প্রশাসন শিক্ষার্থীদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। অতীতে ছাত্র রাজনীতির নামে যে সহিংসতা হয়েছে, তা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে তাঁদের সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। তিনি মনে করেন, ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও তাদের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঢেলে সাজানো উচিত। এ জন্য সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংগঠন এবং প্রশাসনকে একসঙ্গে বসে একটি রোডম্যাপ তৈরি করতে হবে, যাতে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর ও নিরাপদ হয়।
এসময় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর