
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমানকে (৬০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টায় বালিজুড়ীর বাজার থেকে তাঁকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
মো. আতাউর রহমান বালিজুড়ী ইউনিয়নের মৃত হাজী নবী হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বালিজুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এবং বালিজুড়ী পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের নেতৃত্ব ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪/৮/২০২৫ তারিখের তাহিরপুর থানার মামলা নং-১১, তারিখ-১৬/১২/২০২৪খ্রি:, ধারা-১৫(৩)/২৫ডি দি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪; এর তদন্তে সন্দেহভাজন হিসেবে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি আরও জানান, আগামীকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর