
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেটের শেখঘাট এলাকার কবির আহমেদের ছেলে। মাসুমের বাবা কবির আহমেদ সিলেট থেকে সপরিবারে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছিলেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় মাসুম নৌকা থেকে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তাহিরপুর স্টেশনের অফিসার মো. ফরিদ হোসেনের নেতৃত্বে ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর