
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহন নামের (রেজি: নং ঢাকা মেট্রো -জ -১৪-২১৩৯ <142139>) একটি বাসের চাকার নিচে ওই ব্যক্তি চাপা পড়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন বাসের চালক ও হেলপার। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর