
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আজ শনিবার (১৬ আগষ্ট) বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে দোয়া মাহফিল ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে নিহত জিসিসি প্রশাসক তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তার হাতে নগদ চেকের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি সাংবাদিক তুহিনের দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩) পরম মমতায় কোলে তুলে নিয়ে তাদের দোয়া করেন।
মতবিনিময় সভায় নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রশাসক সাংবাদিক তুহিনের পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন।
অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক অংশ গ্রহণ করেন। তারা জিসিসি প্রশাসকের সাথে মতবিনিমিয় করেনও মরহুম সাংবাদিক তুহিনের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়।
তিনি আরও বলেন, আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো। এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এসময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে তিনি আদর করেন। বাবাকে হারিয়ে অবুজ শিশু তৌকির হাসানও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত্বনার কথায় পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।
সিটি কর্পোরেশন প্রশাসকের বক্তব্যে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, তুহিনের অসময়ে চলে যাওয়া সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। প্রশাসকের এই সহায়তা শুধু অর্থ নয়, এটি শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।
নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমরা সত্যিই বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব আল আমিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাচ্ছেম বিল্লাহ, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিকসহ সিটি করপোরেশনের উর্দ্বতন কর্মকর্তাগণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর