
দারুণ ব্যাটিং এবং বোলিং সমন্বয়ে নেপালকে সহজেই হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন জিশান। এছাড়া আফিফ অপরাজিত ৪৮ রান করেন।
জবাবে, ব্যাট করতে নেমে নেপাল ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। হাসান মাহমুদ ও রিপন মন্ডল নতুন বলে কার্যকরী বোলিং দেখান। বিশেষ করে রকিবুল হাসান স্পিনে তিন উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।
ব্যাটিংয়ে দুই ওপেনারের আক্রমণাত্মক শুরু এবং জিশানের বিধ্বংসী ব্যাটিংতে পাওয়ার প্লেতে ৫৩ রান তুলে নেন বাংলাদেশ। নাঈম শেখ ১৮ বলে ২৫ রান করে বিদায় নিলেও জিশান ৪৫ বলে ৭১ রানে ফিফটি পূর্ণ করেন। চারে নেমে আফিফ ২৩ বলে অপরাজিত ৪৮ রান যোগ করেন।
শেষ পর্যন্ত ৩২ রানের জয় নিয়ে সিরিজে শক্তিশালী সূচনা করলো বাংলাদেশ 'এ' দল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর