
কক্সবাজারে সরকারি কর্মশালায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার (১৬ আগস্ট) রাত ২টার দিকে ফেসবুকে এক পোস্টে তিশা লিখেন—
“মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”
সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সরকারি সফরে কক্সবাজারে যান এবং হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রবিবার থেকে দুই দিনব্যাপী ‘কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হওয়ার কথা ছিল তার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় তিনি বুকে ব্যথা অনুভব করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে তাকে নিতে ঢাকায় থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়। রাত সাড়ে ১০টার কিছু পরেই ফারুকীকে নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে রবিবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
সর্বশেষ খবর