
রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম বা ‘কিলার বাবু’ (২৬) নামে এক যুবক মারা গেছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার কারণে স্থানীয়রা তৌফিকুলকে ধাওয়া করে। এরপর তাকে আজিমপুর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সর্বশেষ খবর