
মৌলভীবাজার জেলার জুড়ীতে সকল ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কমিটির পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৪ জন সরাসরি ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেওয়ান আইনুল হক মিনু পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান আসকর পেয়েছেন ২০৪ ভোট। এছাড়াও, নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুল কাইয়ুম ২৪৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ ২০৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর