
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ঘোষিত শিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক দম্পতি।
সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তোলার পর সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির। এ সময় এই দম্পতির প্যানেল থেকে নির্বাচন করার বিষয়টি জানা যায়।
শিবিরের প্যানেলে নির্বাচন করা দম্পতির একজনের নাম রায়হান উদ্দিন। তিনি শিবিরের প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার স্ত্রী উম্মে সালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়াই করবেন বলে জানানো হয়েছে। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
প্যানেলে স্বামী-স্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে। এর আগে ঢাবির ইতিহাসে স্বামী-স্ত্রীর একসঙ্গে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার নজির নেই।
উম্মে সালমা বলেন, “আমি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে অনেকদিন থেকে কাজ করে আসছি। ডাকসু নির্বাচনের জন্য যখন প্যানেল খুঁজছিলাম, তখন শিবির আমাকে তাদের প্যানেলে নেয়।”
তিনি বলেন, “অনেকে ভাবছেন আমি শিবির বা ছাত্রী সংস্থার পদধারী কেউ না হয়েও শিবিরের প্যানেলে কেনো। আমি যখন কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিই, তখন বিভিন্ন আনুষঙ্গিক প্রয়োজনে একটি প্যানেল প্রয়োজন। সেই হিসেবে আমার শিবিরের প্যানেলে আসা।”
রার/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর