
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানিয়েছেন, এমন কোনো অনুরোধ করা যাবে না যা আইনগতভাবে রাখা তার সামর্থ্যে থাকে না।
গত রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।
তিনি আরও বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বা কোথাও কোনো সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার কোথাও লোকসমাগম (গেদারিং) দেখা গেলে তাকে জানাতে হবে, ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি নিজেও নিয়মিত পর্যবেক্ষণ করবেন।
অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওএফপিও ডা. সুমন চন্দ্র বর্মন, ওসি মুস্তাফিজুর রহমান, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রত্যেক ওয়ার্ডে দ্রুত মাদকবিরোধী আন্দোলন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। যারা মাদক সেবন করে তাদের নামীয় তালিকা উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর