
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি,লড়াই করেছে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।
এছাড়াও তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতন থেকে যদি নেতাকর্মীরা শিক্ষা না নেয় তাহলে তাদের থেকে ভয়াবহ পরিণত হবে।সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কিনা সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতন্ত্রকামী জনগণ,গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আন্দোলনরত দলগুলোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারকে বলব বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন।
দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে।
হাজারো শহিদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনি ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়েছে। যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।দেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার কোনোই বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ যুগ্ম আহবায়ক এড. এবিএম জাকারিয়া,জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হালদার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর