
নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬ জন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-মির্জাপুর-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম অপু বিশ্বাস (১৮)। সে গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল। ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল। মুচিদাহ কাকুর মোড় এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস (২৮), সাকিব (২০), এবং যাত্রী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর