
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফে চিকিৎসক দেখাতে ও দোকানের মালামাল ক্রয় করতে এসে মো. হাসিম (২৮) নামে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। তাকে জীবিত ফেরত পেতে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
অপহৃত হাসিম সেন্টমার্টিন কোনাপাড়ার বাসিন্দা ও স্থানীয় মুদি দোকানদার নুর হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে অপহরণের বিষয়টি নিশ্চিত করেন হাসিমের বাবা নুর হোসেন।
তিনি জানান, গত ১০ আগস্ট সকালে বাড়ি থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তার ছেলে। চিকিৎসক দেখানো ও দোকানের মালপত্র কেনা ছিল উদ্দেশ্য। কয়েকদিন সেখানে অবস্থান শেষে ১৬ আগস্ট শনিবার বাড়ি ফেরার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।
পরে ওই দিনই একটি অপরিচিত ইমো নম্বর থেকে ফোন করে দুর্বৃত্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলের লাশ নিতে প্রস্তুত থাকতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন নুর হোসেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আমরা শুনেছি দ্বীপের এক যুবক টেকনাফে অপহৃত হয়েছেন। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। ভুক্তভোগীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
পুলিশের তথ্য বলছে, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর