
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সিসা তৈরির ঐ কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ এই কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানার দায়িত্বে থাকা মোঃ ফজলুল ইসলাম নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে সিসা গলানোর কাজ চলছিল কারখানাটিতে। সেখানে নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হতেন কারখানার কর্মচারী ও স্থানীয় জনসাধারণ। দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসলি জমি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় ধরে চলছিল এই কারখানা। যার ফলে ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর