
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে ১৬ বছর ধরে রাজপথে লড়াই করেছেন। যতদিন পর্যন্ত দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার না হয়, ততদিন সারাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।
বুধবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নানা কর্মসূচি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের সেবক। স্বেচ্ছায় দেশের মানুষের সেবা দেওয়ার জন্যই সচেষ্ট থাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। করোনা মহামারীর সময় যখন সারা দেশ অবরুদ্ধ ও দেশের মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, তখনও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের জীবন বিপন্ন জেনেও দেশের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনগুলোতেও স্বেচ্ছাসেবক দল দেশের কল্যাণে ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে প্রত্যাশা করে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ চরফ্যাসনে উপস্থিত হয়ে নানা কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণসহ পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এর আগে তিনি সভাস্থলে আসার আগেই বিকেলে চরফ্যাসন সদর রোডে অবস্থিত আলোচনাসভার মঞ্চে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে সভাস্থলে উপস্থিত হয়ে আলোচনাসভাস্থলকে জনসভায় রূপান্তর করেন। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে ওঠে চরফ্যাসন সদর। জাগ্রত বাঙালির প্রতিধ্বনি নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসে সভাস্থল মুখর হয়ে ওঠে।
চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীনের সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ।
বিকেলে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কায়সার আম্মেদ কমল, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর