
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নেকমরদ বাজার কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮), কিসমত পলাশবাড়ী মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল (২৯), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিউর রহমান (২৩) ও দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২৩)।
ঠাকুরগাঁও ওসি ডিবি মামুন অর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চারজনকে জনকে ৩১২০ পিস ইয়াবাসহ আটক করেন। তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এদিন বিকাল ৪ টায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর