
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালুর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যদি তাঁদের প্রতিনিধি হিসেবে আমাদের নির্বাচিত করে তবে মাথাপিছু মাত্র ৪০ টাকা খরচে বর্তমানের তুলনায় ১০ থেকে ১৫ গুণ দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে।
আবাসন সংকটকে ক্যাম্পাসের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি জানান, নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই সংকট দূর করা হবে। মেয়েদের হলের সময়সীমা বাড়ানো ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, মেয়েদের হলে গেট বন্ধের সময় রাত ১০টা থেকে বাড়িয়ে ১১টা এবং লেইট গেট টাইম রাত ১২টা পর্যন্ত করতে হবে। এছাড়া প্রতিটি হলে একজন এমবিবিএস ডাক্তার মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি নির্মূলের ঘোষণা দেন। তিনি বলেন, ডাকসুতে নির্বাচিত হলে আমরা এক বেড, এক মানুষ ও এক টেবিল নিশ্চিত করব।
নারী শিক্ষার্থীদের আবাসন সংকটের সমালোচনা করে কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্ধেক নারী শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটি হল রয়েছে, যা অমানবিক পরিস্থিতি তৈরি করছে। এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান নিয়েও তিনি আপত্তি জানান। তাঁর দাবি অনুযায়ী, বঙ্গমাতা ও কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থীদের ভোট বিশ্ববিদ্যালয় ক্লাবে না নিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে গ্রহণ করা উচিত ছিল। প্রশাসন এই দাবি মানেনি, ফলে নারী শিক্ষার্থীরা ভোট প্রদানে অনুৎসাহিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর