
ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বিরল এক ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা যায়, এক কুকুর ভয়ঙ্কর চিতার সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত চিতাটিকে প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ঘটে নাসিকের নিফাড এলাকায় গত সপ্তাহে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি চিতা গ্রামে ঢুকে পড়লে হঠাৎ পথকুকুরটি আক্রমণ চালায়। অপ্রত্যাশিত এই হামলায় চিতা দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করে এবং অবশেষে কুকুরের কবল থেকে মুক্ত হয়ে দৌড়ে সরে যায়।
লড়াই শেষে কুকুরটি বেঁচে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ঘটনায় কোনো মানুষ বা গৃহপালিত প্রাণীর ক্ষতি হয়নি। বন বিভাগের কর্মকর্তারা জানান, আহত চিতাটি নিকটবর্তী মাঠে চলে গেছে। সেটির চিকিৎসার প্রয়োজন হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে আপাতত গ্রাম ও আশেপাশের এলাকা নিরাপদ আছে।
ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন সারা ভারতে পথকুকুর নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। একই দিনে ভারতের সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, দিল্লি-এনসিআর এলাকায় টিকা দেওয়া পথকুকুর ছাড়ার ওপর আগের নিষেধাজ্ঞা “অতিরিক্ত কঠোর” ছিল—তাই সেটি আংশিক সংশোধন করা হলো।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর