
জামালপুরের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ডাংধরা ইউনিয়নের পাথরের চর টুলঘর সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আরাফাতুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার পারমানিকটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান সম্পর্কে ইনচার্জ আরাফাতুল হক খান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ খবর