
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে কালীগঞ্জ থানা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ -৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, সদস্য লুৎফর রহমান লেন্টু, আবুল কাশেম, মহফুজুর রহমান, প্রভাষক মুসা করিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, ওহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মোহাম্মদ আলী,পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, যুগ্ম আহবায়ক মাসুম পারভেজ, কৃষক দলের আহবায়ক মোকছুদুল মোমিন, সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম বশির, রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্র দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে। তাই আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাদেরকে ভালো বাসতে হবে।তবেই তারা ভোট দিবে। আপনারা বাড়িতে গিয়ে প্রস্তুতি মিটিং করবেন।আগামী ৩রা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপকভাবে পালন করতে হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর