
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ইস্যুতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি দায়িত্ব ছেড়ে দেবেন এমন কথা বলেননি। কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে, অর্থাৎ আপডেট দেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ডাকসু নির্বাচনের বিষয়ে জানতে চান। উপাচার্য এবিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেন। কিন্তু কয়েকটি গণমাধ্যম ‘ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি ড. নিয়াজ আহমদ খান’ শিরোনামে উপাচার্যের বক্তব্য বিকৃতভাবে প্রচার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর