
বগুড়ার শেরপুর উপজেলায় এক রাতে পৃথক দুটি স্থান থেকে ৮টি গরুসহ এক সপ্তাহে ৪টি গ্রামে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার গভীর রাতে সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রাম ও গাড়িদহ ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এই চুরির ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলগাছী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আফছার আলী শেখ প্রতিদিনের মতো শনিবার রাতে তাঁর গোয়াল ঘরে ছোট-বড় ৬টি গরু বেঁধে ঘুমিয়ে পড়েন। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। এই ৬টি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় ৭-৮ লাখ টাকা।
অন্যদিকে, একই রাতে গাড়িদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামে মৃত ছাদেক আলীর স্ত্রী তারা বেগমের একমাত্র উপার্জনের উৎস ছিল একটি গাভী ও একটি দামড়া গরু। রাতে গরুগুলো গোয়ালে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে গরু বের করার জন্য গোয়ালে গিয়ে দেখেন গরু চুরি হয়েছে। এই গরু দুটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তারা বেগম জানান, তাঁদের পরিবারে কোনো উপার্জনক্ষম পুরুষ নেই। তিনি ও তাঁর বৃদ্ধা মেয়ে এই দুই গরুর উপার্জনের ওপরই সংসার চালাতেন। এখন তাঁদের সংসার চলবে কী দিয়ে? তিনি আরও বলেন, গরুর পায়ের দাগ দেখে ধারণা করা যাচ্ছে গরুগুলো পূর্বদিকে চরাঞ্চলের দিকে নিয়ে গেছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রবিবার দিবাগত রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে ২টি গরু ও ২৩ আগস্ট শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রাম থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এভাবে একের পর এক কৃষকের গরু চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত পুলিশ প্রশাসনের নজরদারি ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনুছ আলী নামের এক ভুক্তভোগী জানান, ৩টি গাভী ও ৩টি বাছুর চুরি হওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই গরুগুলো লালন-পালন করে দুধ বিক্রির টাকা দিয়ে তিনি তাঁর পরিবারের ভরণপোষণ করতেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, এই চক্রটিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর