
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে বৈঠকে রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।
রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কাজী মারুফুল হক সতর্ক করে বলেন, পাঠদান বা গবেষণা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা হবে। মুক্তিযুদ্ধ ও জাতীয় স্বার্থ নিয়ে অসম্মানজনক প্রচারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে হেট স্পিচ বা শিক্ষকদের প্রতি বেয়াদবির শাস্তি বহিষ্কার পর্যন্ত হতে পারে।
চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, নির্বাচনের দিনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে এবং ভোটকেন্দ্র ঘিরে রাখবে। ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে এবং এক সপ্তাহ আগে থেকে বহিরাগতদের হলে অবস্থান নিষিদ্ধ থাকবে।
প্রার্থীরা আজ মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন, তবে আর্থিক বা ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর