
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন।
সোমবার (২৫ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৫ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০১ (এক) বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
এবিষয়ে ড. ফারজানা বলেন, আমি ইংরেজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে ২০১৪ সালে যোগদান করি। এই বিভাগের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও বিনয়ী। ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের সাথে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এই বিভাগকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, ড. ফারজানা নাসরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর