
শেরপুরের শ্রীবরদীতে সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিংগাবরুনা ইউনিয়নবাসীর আয়োজনে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কে সিংগাবরুনা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়েছে।
এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জানান কালু ইউনিয়ন পরিষদে আসে না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল, খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য জুনিয়া, রাবেয়া, যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৎস্যজীবি দল সভাপতি উমর ফারুক, সমাজ সেবক আরিফুর রহমান ও কামরুজ্জামান প্রমূখ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, আফুজল হক ও খুররম মিয়াসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ফখরুজ্জামান কালু নৌকা প্রতীক নিয়ে অনিয়মের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সবুজ হত্যার চার্জসীটভূক্ত একাধিক মামলার আসামী। বিগত ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদে আসেন না। এতে ইউনিয়নবাসী নাগরিকরা তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার অপসারণের দাবী জানাচ্ছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর