
শেরপুরের নালিতাবাড়ীতে নগদ ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে সোর্পদ করেছে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুন্ডি ব্যবসায়ী শাহাজাদা জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের পুত্র।
থানা পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্বপ্রাপ্ত কোন ব্যক্তির কাছ হতে লিখিত অনুমোদন ব্যতিত অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতীয় রুপির হুন্ডি ব্যবসা পরিচালনা করে আসছিল শাহজাদা। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আমদানী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় রুপি এনে নিজ হেফাজতে রেখে হৃন্ডি ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। তাই ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫৪ ধারার অপরাধ করেছেন শাহজাদা। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একই অপরাধের ধারায় ২০২৩ সালের ১ মে নালিতাবাড়ী থানায় জিআর ৯৯ নং আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হুন্ডি ব্যবসায়ী শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর