
নার্সদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে মানিকগঞ্জ জেলা নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিলকিস জাহান চৌধুরী এবং মহাসচিব মোঃ আকরাম আলী স্বাক্ষরিত প্যাডে নতুন এই কমিটি অনুমোদিত হয়।
নতুন এ কমিটিতে- সভাপতি রেশমি আক্তার, সহ-সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন (নার্সিং ইন্সট্রাক্টর), সাধারণ সম্পাদক মৌমিতা চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীন মিয়া, মো. আনিসুল ইসলাম, মাসুদ রানা (ছোট) ও রাফিকুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা (বড়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. শিপলু ও মো. রফিক হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফাউজার বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মো. এনামুল হক এবং ক্রিয়া সম্পাদক মোহাম্মদ ফেরদৌস।
সভাপতি রেশমি আক্তার বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। আমাদের সম্মান, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে নার্সদের কল্যাণে কাজ করব এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর