
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রব বলেছেন, জামায়াতে ইসলামী কখনোই নির্বাচনকে ভয় করেনা। যেকোন সময় নির্বাচন হলে অংশ নিবে তারা। তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের আমলের আদলে কোন নির্বাচন চায়না।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে নোঙ্গর কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনার লক্ষ্যে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রধান করে মোহাম্মদ আব্দুর রব বলেন, সকল জনশক্তিদের মাধ্যমে তৃণমূলে জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক মাহবুবুর রশীদ ফরাজি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় অন্যান্য বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায্যতা ও ইনসাফের বাংলাদেশ। যে দেশে থাকবেনা কোন বৈষম্য। থাকবেনা কোন দুর্নীতি বা অপশাসন। সেই ন্যায্যতা বা ইনসাফের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবে জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর