
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে খেয়ারচর বিওপি'র টহল দল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সীমান্ত পিলার ১০৭১/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর রাবার ড্রাম ব্রীজ নামক স্থান থেকে ১৫ পিস ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ধনারচর পশ্চিম পাড়া গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক জানান যে, বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল প্রকার চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর