
খাগড়াছড়ির শান্তি নগরে মো. তহিদুল আলম আভান (২) নামে দুই বছরের এক শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক মা ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আভান শান্তি নগরের মো. মোস্তাফিজুর রহমানের সন্তান। শিশুটির বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান বাসায় ছিলেন না। তিনি ঔষধ বিপননের কাজে পানছড়ি উপজেলায় অবস্থান করছিলেন। শিশুটির মা কিছুটা মানসিক বিকারগস্ত বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশু আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'বৃহস্পতিবার ওষুধ বিপণনের জন্য আমি পানছড়িতে যাই। কাজ শেষ করতে রাত বেশি হওয়ার কারণে আমি বাসায় ফিরতে পারিনি। তাই আমি পানছড়িতে ছিলাম। পরে রাত ৩টার দিকে মোবাইলে আমাকে জানানো হয় যে আমার ছেলে খুন হয়েছে।'
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে। এই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর