
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে। সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা। গুঞ্জন উঠেছে, সভাপতি পদে লড়তে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেছেন।
এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। আপাতত এটুকুই বলতে চাই, আমার নির্বাচনে অংশ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’
তামিম জানান, জয়ী হতে পারলে তিনি মূলত দুই–তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চান। সবচেয়ে বড় লক্ষ্য থাকবে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ভাষায়, “খেলোয়াড়, কোচ—সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় তৈরির জন্য উপযুক্ত অবকাঠামো নেই, এমনকি বর্তমান খেলোয়াড়দের উন্নত হওয়ার পর্যাপ্ত সুযোগও নেই।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। আমি দায়িত্ব পেলে আগামী চার বছরের মধ্যে এমন অবকাঠামো গড়ে তুলব, যা বাংলাদেশের ক্রিকেটকে অন্তত আগামী ৮-১০ বছরের জন্য নিরাপদ ভিত্তি দেবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর