আপনি প্রতিদিন অফিস কিংবা কোথাও ঘুরতে যাচ্ছেন, অবশ্যই আপনি সাজগোজ করেই বের হচ্ছেন? সে কারণে লিপস্টিক আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাতে সময় কম থাকলেও সহজেই ঠোঁট রাঙিয়ে নেওয়া সম্ভব হয়। তবে আপনি কি একই রকমভাবে লিপস্টিক পরতে পরতে হাঁফিয়ে গেছেন? এবার নতুন কিছু চাইছেন? তবে ফ্যাশন ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে ‘হ্যালো লিপস’ই হতে পারে আপনার ভরসা। এভাবে ঠোঁট রাঙালে নাকি চুম্বকের মতো পিছু নেবেন আপনার সঙ্গী। আসলে কি তাই?
এ বিষয়ে আমেরিকার বিখ্যাত রূপটানসামগ্রী সংস্থার প্রতিষ্ঠাতা ও রূপটানশিল্পী হুডা কাত্তান ‘হ্যালো টিপস’ কিংবা ‘হালো লিপস’-এর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে তিনি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন— কীভাবে ঠোঁট সাজাবেন, যা সবার মন ছুঁয়ে যায়। সেই ভিডিওর ঠোঁটসজ্জা নেটিজেনদের মাঝে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে ।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ‘হ্যালো লিপস’ কিংবা ‘হালো টিপস’ সাজাবেন—
প্রথমত এ ধরনের ঠোঁটসজ্জায় লিপস্টিক, লিপ লাইনার ও গ্লস প্রয়োজন। প্রথমে গোটা মুখে ফেসপাউডার লাগিয়ে নিন। এরপর ঠোঁটের আশপাশে ভালো করে লাগিয়ে নিন। এবার ব্রাউন ক্রিম ব্রোঞ্জার নিন। একটি সামান্য মোটা ব্রাশ। এরপর সূক্ষ্ম হাতে ঠোঁটে আউটলাইন করে নিন। এবার ঠোঁটের ওপরের দিকে 'ভি' অংশ কন্টুর করে নিন। উপরের ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান। আর নিচের ঠোঁটে তুলনামূলক গাঢ় শেডের লিপস্টিক লাগান। উপরে হালকা শেডের লিপস্টিকের ওপর লাগান লিপ গ্লস। তবে তা যেন খুব বেশি না হয়, সেদিকে খেয়াল রাখুন। আর এভাবেই পাবেন স্টাইলিশ পাউটি লিপস। যার সাহায্যে ভিড়ের মাঝে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। সঙ্গীর আরও কাছাকাছি আসতে পারেন আপনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর