
৫ দিনের অভিযানে মাদক ও চোরাচালার পণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গত ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দর্শনা আইসিপি, বড়বলদিয়া এবং ঠাকুরপুর সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মুল্য ৫৭ লাখ ৭১ হাজার ২০০ টাকা। রবিবার (৩১ আগস্ট) বেলা ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির দায়িত্বরত সীমান্ত এলাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে বিভিন্ন সময়ে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য এবং অবৈধভাবে রক্ষিত চায়না জাল জব্দ করা হয়। জব্দ কৃত পণ্য- ১৯ বোতল ভারতীয় মদ, ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩ কেজি ভারতীয় গাজা, ৩০০০ পিস ট্যাপেনটোডেল ট্যাবলেট, ২১পিস ভারতীয় শাড়ী, ১২ পিস থ্রীপিস, ২০২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ২০০ পিস চায়না দুয়ারী জাল, ৫০০ কেজি চায়না কারন্টে জাল এবং ১৮০ কেজি ভারতীয় পেঁয়াজ। এছাড়াও রয়েছে ভারতীয় খাদ্য দ্রব্য।
বিজিবি আরও জানায়, এধরনের অভিযান নিয়মিত ভাবে চলবে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকান্ড মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর