
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দেওয়া তিন যুবকের মধ্যে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জসিম মোড়ল (৪৫)। তিনি ওই গ্রামের মৃত হাশেম মোড়লের ছেলে।
রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুখী ব্রিজঘাট এলাকায় সুতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩০ আগস্ট) দুপুরে তদন্তে যায় পুলিশের একটি টিম। এ সময় পাশের একটি মঠ এলাকায় থাকা জসিম, ফাহিম ও সোহেল নামের তিন যুবক দ্রুত নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে—তারা মাদক সেবনের জন্য মঠ এলাকায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি দেখে ভয়ে তিনজন নদীতে ঝাঁপ দিলে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু নিখোঁজ হন জসিম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও জসিমকে পাওয়া যায়নি। পরে রবিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়। দুপুরে মুখী ব্রিজঘাট এলাকায় মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, পুলিশ তদন্তের কাজে ওই এলাকায় গিয়েছিল। মাদক সেবনরত তিন যুবক নদীতে ঝাঁপ দিলে দুজন বেঁচে যায়, তবে জসিম নিখোঁজ ছিলেন। আজ তার মরদেহ উদ্ধার হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর