
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী রিয়াজউদ্দিনকে (৬০) মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের (৪৫) বিরুদ্ধে। ভুক্তভোগী ফল ব্যবসায়ী লাঞ্ছিত হয়েও আইনি সহায়তা নিতে ভয় পাচ্ছেন।
শনিবার সকালে দোকানে ফল কিনতে গেলে দরকষাকষির একপর্যায়ে বাগ্বিতণ্ডায় ব্যবসায়ী রিয়াজউদ্দিনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় পুনরায় ওই ফল ব্যবসায়ীকে প্রকাশ্যে শারীরিক হেনস্তা করা হয়।
অভিযুক্ত ফারুক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তিনি সদর উপজেলার আটিগ্রাম এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজউদ্দিন বলেন, "সকালে এক ব্যক্তি আমার দোকানে ফল কিনতে আসেন। পরে দাম শুনে পাশের দোকানে যান। আমি ওই দোকানদারের সাথে তখন ঠাট্টা করছিলাম, তখন ওই ক্রেতা ফিরে এসে আমাকে গালিগালাজ করেন। আমি কারণ জানতে চাইলেই তিনি আমার দিকে কিলঘুষি তোলেন। পরে আশেপাশের লোকজন এসে পরিবেশ শান্ত করে। দিনের পর যখন আমি দোকান বন্ধ করতে লাগছিলাম, তখন ওই ব্যক্তি সহ আরও কয়েকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি সাধারণ মানুষ ব্যবসা করে খাই। লোকজনের সামনে আমাকে অমানবিক নির্যাতন করল। আমি এই বাসস্ট্যান্ডে ৩০ বছর ধরে ফলের ব্যবসা করি, আমার দুঃখ রাখার জায়গা নাই।"
এ বিষয়ে বাসস্ট্যান্ড ফলপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, "ভাই, বিষয়টা সমাধান হয়ে গেছে। এ বিষয়ে আপনারা কিছু করেন না। এই বিষয়টা নিয়ে বিএনপির বড় এক নেতা সমাধানের লক্ষ্যে বসতে চেয়েছেন।"
অভিযুক্ত ফারুক হোসেন বলেন, "এ বিষয়ে সাক্ষাতে কথা বলি। এখন ব্যস্ত আছি।"
এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, "ঘটনাটা আমি শুনেছি, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দু'পক্ষের সাথে বসে বিষয়টা সমাধান করব।"
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, "এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর