
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫০০ জনে। তিনি বলেন, “উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
এর আগে রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। shallow বা অগভীর হওয়ায় এর প্রভাব আরও মারাত্মক হয়ে ওঠে। এরপর অন্তত ১৩ বার আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
ভূমিকম্পে রাজধানী কাবুলসহ পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী কুনার প্রদেশের নুর গুল জেলা। এছাড়া সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আফগান দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের কারণে কিছু দুর্গম অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধারকাজে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
ভূমিকম্পপ্রবণ আফগানিস্তানে এর আগে কয়েকবার বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির ভূতাত্ত্বিক অবস্থানের কারণে প্রায়ই এ ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হয়। রেকর্ড অনুযায়ী, গত তিন দশকে ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি হয়েছে অন্তত ১০ হাজার মানুষের।
সর্বশেষ খবর