
মেহেরপুরের গাংনী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাংনী হাসপাতালসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুরেলী আলভী। তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে, যা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের নীলনকশা। অবিলম্বে গোলাম মোস্তফাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই মহান দিনটিতে আপনাদের উপস্থিতিকে স্বাগতম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) আজ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইদানীং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহল অপচেষ্টা অব্যাহত রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ বানচাল করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অযাচিতভাবে চাঁদাবাজি, অস্ত্রবাজি এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইন শৃঙ্খলাবাহিনী গ্রেফতার করছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজানো হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত গ্রেফতার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গোলাম মোস্তফা ডাকু বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে লড়াকু সৈনিক, তাঁর বিরুদ্ধে খুনি হাসিনা সরকার কমপক্ষে ১০টি মামলা দায়ের করেছিল। তখন কিন্তু এ ধরনের কোনো অস্ত্রসহ গ্রেফতার দেখাতে পারেনি। দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। জাতীয়তাবাদী দল গাংনী উপজেলা ও পৌর শাখা এ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, যাদের ষড়যন্ত্রে এই নাটক সাজানো হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়টি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর