
বিশ্বকে নতুন করে গড়তে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের এসসিও সম্মেলনে সে বিষয়েই আলোচনা করেছেন এ তিন নেতা। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে চান চীনা প্রেসিডেন্ট।
যদিও ঠাণ্ডা যুদ্ধের মানসিকতা থেকে আঞ্চলিক নেতাদের ফিরে আসার আহ্বান জানান তিনি। এদিকে সাইডলাইনে বৈঠক করেছেন পুতিন ও নরেন্দ্র মোদি। সেখানে মোদিকে বন্ধু বলে সম্মোধন করেছেন পুতিন।
সোমবার (১ সেপ্টেম্বর) এসসিও সম্মেলনের আগে তিন নেতাকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি সেই ছবি পোস্ট করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, মোদি কিছু একটা বলছেন- তা যেন মনোযোগ দিয়ে শুনছেন পুতিন ও শি। এসময় শি'কে মোদির দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। তবে তারা কী নিয়ে আড্ডায় মজেছেন তা জানা যায়নি।
এ ছাড়া আরও কিছু ছবি পোস্ট পোস্ট করেছেন মোদি। সেইসব ছবিতে মোদি-পুতিনকে করমর্দন ও কোলাকুলি করতে দেখা যাচ্ছে এবং তারা দুইজনে ছিলেন হাস্যোজ্বল। মোদি তার পোস্টে লিখেছেন, পুতিনের সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্কযুদ্ধ ও সহায়তা বন্ধের নীতিতে হাঁটছেন তখন বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবার তারই উদ্যোগে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলন।
যেখানে অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ ২০ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসসহ আরও অন্তত ১০ সংস্থার প্রধান।
সম্মেলনের দ্বিতীয় দিনে একমঞ্চে দেখা গেলো ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি ও শি জিনপিংকে। একাধিক বিশ্ব নেতাকে এড়িয়ে বেশ খোশমেজাজে আলাপ করতে দেখা যায় এই তিন নেতাকে। পুতিন ও শি'এর সঙ্গে মাঝেমধ্যেই অট্টহাসিতে মাতেন মোদি। যদিও সেসময় তারা কি নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।
সম্মেলনে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
রার/সা.এ
সর্বশেষ খবর