
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাদল সরকারের ছেলে ইমন (৫) ও শাহালম বেপারির ছেলে তাওহীদ (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে ইমন ও তাওহীদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। কিছুক্ষণ পর ইমনের মা দেখতে পান পুকুরে একটি শিশুর দেহ ভেসে উঠেছে। দ্রুত পানিতে নেমে তাকে তোলা হয়। পরে একই পুকুর থেকে আরও এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।
গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর যখন পানিতে ভাসতে দেখলাম, তখন বুকটা কেঁপে উঠেছিল। আমরা দ্রুত নামলেও ওরা আর বাঁচেনি। মুহূর্তেই দুটি পরিবার অন্ধকারে ডুবে গেল।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুদের নিথর দেহ কোলে নিয়ে মায়ের আহাজারি আর বাবার নির্বাক হয়ে বসে থাকা—সব মিলিয়ে হৃদয়বিদারক এক পরিবেশ সৃষ্টি হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর