
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি। বুধবার দুপুরে শিমলা বাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আ. আওয়াল, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন প্রমুখ। সভা শেষে একটি বিরাট র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার এলাকায় শেষ হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর